খোকসায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ৭, ২০২৩
খোকসায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কুষ্টিয়ার খোকসায় বিদ্যুৎস্পৃষ্টে বাবুল হোসেন (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সে একই গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে। সোমবার (৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

খোকসায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

খোকসায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

খোকসায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

স্থানীয়রা জানান, কাজ করার সময় বাবুল হোসেন ছাদ ঢালাই এর বাড়তি রডের অংশ কাটতে গ্রান্ডিং মেশিনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে লুটে পড়েন। গৃহকর্তা আবু সুফিয়ান টের পেয়ে বাবুল হোসেনকে উদ্ধার করে খোকসা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

হাসপাতালে জরুরি বিভাগের ডাক্তার সুস্মিতা বিশ্বাস জানান, মৃত অবস্থায় আমরা নির্মাণ শ্রমিক বাবুল হোসেনকে হাসপাতালে আনা হয়েছিল।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক বাবুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে খোকসা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: