খোকসায় বাসের ধাক্কায় নসিমন চালক নিহত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ১৯, ২০২৫

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিআরটিসি বাসের ধাক্কায় আব্দুর রহিম (২৫) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে বারোটার দিকে উপজেলার ফুলতলা এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার চিতলা গ্রামের মৃত শিহাবুদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ফুলতলা এলাকায় একটি চলন্ত নসিমনকে পেছন থেকে ধাক্কা দেয় রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাস। এতে ঘটনাস্থলে নিহত হন নসিমন চালক আব্দুর রহিম। কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, বাসের চালক ও সহযোগীকে আটক করা হয়েছে। এছাড়া বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।