খোকসায় বায়তুল মুকাদ্দাস ইসলামী মিশন স্কুলের শুভ উদ্বোধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় বায়তুল মুকাদ্দাস ইসলামী মিশন স্কুলের শুভ উদ্বোধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৭, ২০২৬

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার কমলাপুর মিঞাপাড়া (বেলতলা) এলাকায় বায়তুল মুকাদ্দাস ইসলামী মিশন স্কুলের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুলটির শুভ উদ্বোধন করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমাদুল হাসান । তিনি বলেন বলেন এই শিক্ষা প্রতিষ্ঠান এলাকার শিশুদের নৈতিকতা ও আধুনিক শিক্ষায় গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বায়তুল মুকাদ্দাস ইসলামী মিশন স্কুল ভবিষ্যতে একটি আদর্শ শিক্ষাকেন্দ্রে পরিণত হবে এই প্রত্যাশা করি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়তুল মুকাদ্দাস ইসলামী মিশন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও অবসরপ্রাপ্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ শহিদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্নিগ্ধা বেগম, সহকারী শিক্ষক জেসমিন খাতুন, কামরুন নাহারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খোকসা শোমসপুর আবু তালেব ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাইফুল্লাহ খালিদ রোমেল।