খোকসায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ৮, ২০২৫

মিলন, খোকসা ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলায় “অভূতপূর্ব এক সংহতির চেতনা” শীর্ষক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে খোকসা বাসষ্ট্যান্ডে বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা,ও কুষ্টিয়া-৪ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী। বিশেষ অতিথি অধ্যাপক মুহাম্মদ আনিস-উস জ্জামান, সাধারণ সম্পাদক, খোকসা উপজেলা বিএনপি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, খোকসা সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আজম আলী,সে সময় স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন অঙ্গসংগঠনের শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, “মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, যা স্বাধীনতার চেতনা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতীক।” বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিসম্ভব ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান। শেষে  বর্ণাঢ্য র‌্যালি ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।