কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের বুজরুক মির্জাপুর গ্রামে মো. জেহের আলী সরকারি খাস জমি জোরপূর্বক দখল করে তার উপর টিনের ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।

শোমসপুর ইউনিয়ন ভূমি তোশিলদার শাহাবুদ্দিন জানান সরকারি জায়গা দখল করে অবৈধভাবে এ ঘর নির্মাণে, আমরা নিষেধাজ্ঞা করলেও তিনি কোন কিছু তোয়াক্কা করছেন না। স্থানীয় সূত্রে জানা যায়, কিছুপাতি নেতাদের যোগসাজসে তারা এ দখল কাজে ব্যস্ত হয়ে পড়েছেন।
তাদের দাবি জায়গাটির উপরে সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ হয়, তাহলে অনেক অসহায় মানুষের মাথা গোজার ঠাই হবে। এ বিষয়ে কথা হলে উপজেলা সহকারী কমিশনার ভূমি বিধান কুমার হাওলাদার, জানান এমন খবরের ভিত্তিতে তাদেরকে ঘর নির্মাণে নিষেধাজ্ঞা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা বলেন কেহ সরকারি জায়গা অবৈধভাবে দখল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনআনুক ব্যবস্থা গ্রহণ করা হবে।
