খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় নানা আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে ৫৩তম জাতীয় সমবায় দিবস। গতকাল শনিবার (২ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের উদ্যোগে উপজেলা চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার বজলুর রহমান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন। ফোর স্টার যুব বহুমুখী সমবায় সমিতির সভাপতি ও খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীণের সঞ্চালনায়
বক্তব্য রাখেন উপজেলা সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক আনন্দ কুমার, জয়ন্তীহাজরা-মাসিলিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক জাবেদ আলী শেখ, এবং রায়পুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সমবায় সংগঠনের প্রতিনিধিরা ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। বক্তারা সমবায় দিবসের বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনা সভার পর বৃক্ষরোপণের অংশ হিসেবে সমবায়ীদের মাঝে গাছের চারা বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন ও সমবায় কর্মকর্তা বজলুর রহমান।
