খোকসায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১০, ২০২৫

মিলন, খোকসা ॥ কুষ্টিয়া খোকসায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস নানা আয়োজনে পালিত হয়েছে। সকালে জাতীয় পতাকা উত্তোলন করে দিনের শুভ সূচনা করা হয়, জাতীয় পতাকা উত্তোলন করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার মাহমাদুল হাসান। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমাদুল হাসান। গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ এর সামনে খোকসা-সেনগ্রাম রাস্তায় এক মানববন্ধনের আয়োজন করা হয় উক্ত মানববন্ধনে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগণ, ছাত্র-ছাত্রী এনজিও কর্মী ও সাংবাদিকগন।

বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ওহিদুজ্জামান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরিফুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ নোমান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সোহেল রানা, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল গফুর,

উপজেলা প্রকৌশলী, শোমসপুর উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আইভিনা আরা বেগম, জয়ন্ত রায় বিটু, কবিরুল ইসলাম, অসীম বাছার, শোমসপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মামুন আর রশিদ, শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক শরিফুজ্জামান বিল্লু প্রমুখ। অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ওহিদুজ্জামান। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ছাত্রছাত্রী, সুখী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। বক্তাগণ দুর্নীতি বিরোধী বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।