মিলন, খোকসা ॥ কুষ্টিয়ার খোকসা পৌর এলাকায় শীতার্ত দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন পৌর মেয়র প্রার্থী ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন। তার উদ্যোগে পৌরসভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডসহ ইউনিয়ন পর্যায়ে প্রায় দুই হাজার দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মাসব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণকালে রিপন হোসেন বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘব করা মানবিক দায়িত্ব। বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং আগামীতেও থাকবে।
এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তার রাজনৈতিক জীবন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও কুষ্টিয়া-৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমীর পক্ষে ভোট প্রার্থনা করা হয়। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
