খোকসায় দিনব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় দিনব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ১৯, ২০২৪

খোকসা প্রতিনিধি ॥ প্রাণিসম্পদে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসা উপজেলায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে ও প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এ মেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ। উপস্থিত ছিলেন পৌর মেয়র প্রভাষক মো. তারিকুল ইসলাম। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ফজলুল হক, কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, ভেটেনারি সার্জন ডাঃ জাকির হোসেন, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীণ, খোকসা রিপোর্টার্স ক্লাবের সভাপতি শেখ মিলন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রানা, সাংবাদিক হুমায়ুন কবির প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। এরপর বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত করা হয়। এছাড়াও সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিসহ মাঠপর্যায়ের প্রাণিসম্পদ প্রদর্শনীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।