এস এম রওনক ॥ কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের সিংগরিয়া গ্রামের মৃত বসির উদ্দিন খাঁন এর ছেলে রায়হান খান সুরত পেশায় দিনমজুর। দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত, স্বল্প আয়ের অধিকাংশ ব্যয় হয় নিজের চিকিৎসা করাতে। বাড়িতে নিজস্ব জমির পরিমান মাত্র ২শতাংশ সেখানেই ভাঙ্গাচুরা খুপরি ছাপড়া ঘরে পরিবারের অন্যান্য ৫ জন সদস্য নিয়ে বসবাস করেন। বৃষ্টির রাতে নির্ঘুম রাত কাটতো তাদের বিষয়টি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ইউথ ডেভেলপমেন্ট ফোরাম এর নজরে আসলে সামজিক দায়িত্ববোধের অংশহিসাবে এক লক্ষ ত্রিশহাজার টাকা ব্যয়ে আধাপাকা দুই রুম বিশিষ্ট একটি ঘর নির্মান করে উপকারভোগি পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
প্রভাষক সাইফুদ্দিন মজনুর পরিচালনায় ও খোকসা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক কবি ওয়াজেদ বাঙ্গালীর সভাপতিত্বে এই হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খোকসা উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট গবেষক ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড সাবেক জেনারেল ম্যানেজার ড. মুহাম্মদ রবিউল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপগ্রাম ফাজিল মাদ্রাসা মাওলানা আইনুদ্দিন, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মতিউর রহমান নাটোরি ।
