মিলন, খোকসা ॥ কুষ্টিয়ার খোকসা থানা পুলিশের বিশেষ অভিযানে গতকাল শনিবার (১৬ নভেম্বর) দুপুরের দিকে শিমুলিয়া মধ্যপাড়া এলাকা থেকে জিল্লুর রহমান (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় শিমুলিয়া ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের আকু মন্ডলের ছেলে মো. জিল্লুর রহমান (২৪)গাঁজাবিকিকিনি অবস্থায় ৮৮ গ্রাম গাঁজা তাকে থানা পুলিশ আটক করেছে।
এ বিষয়ে খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম বলেন, তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকায়, থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। পরে ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ২০১৮ বিকেলের দিকে কুষ্টিয়া জেল হাজতে প্রেরণ করা হয়। সে সময় তিনি আরও মাদকের বিষয়ে আমাদের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
