মিলন, খোকসা প্রতিনিধি ॥ ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে খোকসায় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় খোকসা বাস স্ট্যান্ড চত্বরে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পবিত্র কুরআন পাঠের মধ্য দিয়ে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের মাগফেরাত কামনা করে, অনুষ্ঠানের সূচনা শুরু করেন।
সেই সাথে ইসলামী রাষ্ট্র গঠনের লক্ষ্যে তারা এই গণসমাবেশের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা থানা শাখার উপদেষ্টা, রিয়াদ মহানগর সৌদি আরব সহ-সভাপতি, আলহাজ্ব আনোয়ার খান। প্রধান মেহমান ঢাকা কেন্দ্রীয় কমিটি সভাপতি নুরুল বাশার আজিজী । প্রধান বক্তা ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক জি, এম তাওহীদ আনোয়ার।
খোকসা থানার পৌর সভাপতি নজরুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর আলম, কুষ্টিয়ার জেলার সাধারণ সম্পাদক সাজ্জাদ সাব্বির, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক তাওসিন তাকসিন, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি তাওহিদুল ইসলাম প্রমুখ। এছাড়াও অঙ্গ সংগঠনের নেতা বর্গ ও ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দু উপস্থিত ছিলেন।
