খোকসায় আ.লীগ নেতার বিরুদ্ধে মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় আ.লীগ নেতার বিরুদ্ধে মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ১৬, ২০২৪

খোকসা প্রতিনিধি ॥ স্কুল শিক্ষিকা আরজিনা মজিদ তার নিজ হাতে গড়া সম্পদের দিকে নজর পড়ে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার। জমি দখলে নিতে কেটে নেওয়া হয় বিভিন্ন প্রজাতির ২ শত গাছ। অবৈধ দখলদারের অত্যাচার থেকে মুক্তি পেতে প্রশাসনের সহায়তা চেয়েছেন মুক্তিযোদ্ধার স্ত্রী আরজিনা মজিদ। তিল তিল করে সম্পদ গড়ে তুলেছিলেন কুষ্টিয়ার খোকসার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ।

ছর দুয়েক আগে এই সম্পত্তির দিকে নজর পড়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামানের। খুব আক্ষেপের সঙ্গেই কথাগুলো বলছিলেন প্রয়াত আব্দুল মজিদের স্ত্রী ৮০ বছরের বৃদ্ধা আরজিনা মজিদ। আদালতে মামলা চলমান থাকলেও। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দুই বছর আগে দখলে নেন মুক্তিযোদ্ধার ২৫ শতাংশ জমি। কেটে নেয় ২০০ গাছ। ভূক্তভোগীদের অভিযোগ, সাবেক উপজেলা চেয়ারম্যান আল-মাছুম মুর্শেদ শান্তর প্রভাবে তারা এলাকায় দখলবাজি করে বেড়াতো।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কুষ্টিয়া-রাজবাড়ি মহাসড়কের পাশে পাইকপাড়া মির্জাপুর গ্রামের এই জমি কাটাতারের বেড়া দিয়ে দখলে নেয় চিহ্নিত ভূমিদস্যু আখতারুজ্জামান। বিভিন্ন প্রজাতির ২শত গাছ কেটে দখল নেওয়া জমির চারিদিকে খন্ড খন্ড ভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। এছাড়াও তার বিরুদ্ধে রয়েছে নানা ধরনের অভিযোগ। তবে এসব অভিযোগ অস্বীকার করে আখতারুজ্জামান বলেন, দখল নয় বরং জমি তার পৈত্রিক সূত্রে পাওয়া। তবে এ বিষয়ে কোনো কাগজপত্র দেখাতে পারেননি তিনি। খোকসা থানার অফিসার ইনচার্জ আন-নূর জায়েদ বলেন, বিষয়টি তার জানা নেই, তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন তিনি।