খোকসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট এর আগুনে প্রতিবন্ধী ইন্তাজ আলী ও তার ছেলে বাকপ্রতিবন্ধী নূর ইসলামের দুটি ঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। আগুনে প্রাণে বেঁচে ফিরেছেন দেড়বছরের প্রতিবন্ধী সন্তান ও তিনি।

শুক্রবার (১৯ জানুয়ারি) ভোর রাতে উপজেলার খোকসা ইউনিয়নের রতনপুর গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মত রাতের খাবার খেয়ে ঘুমাতে যান ইন্তাজ আলী ভোর রাতে বাহিরে বের হয়ে বাথরুমের বৈদ্যুতিক সুইচ দিলে হঠাৎ করেই তার ঘরে আগুন ধরে যাই। সঙ্গে সঙ্গে তিনি প্রতিবেশীদের বাড়িতে চেচামেচি করেও কোনো প্রতিকার না পেয়ে মসজিদে ছুটে যান, মসজিদের মাইকে আগুন লাগার খবর প্রচার করলেও ততক্ষণে তার ছেলে নুর ইসলামের দুটি ঘর পুড়ে যায়। পরে খোকসা ফায়ার স্টেশনের সদস্যরা আসতে আসতে ততক্ষণে আগুন নিভে যায়।
