বিশেষ প্রতিনিধি ॥ উৎসবমুখর পরিবেশে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে বড় বাজার রাশ নাইট ফুটবল টুর্নামেন্ট। গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের আলেয়া মাদ্রাসা প্রাঙ্গনে টুর্নামেন্টকে ঘিরে পুরো মাঠজুড়ে উৎসাহী দর্শকের ঢল নামে। রাতের আকাশে প্রজ্বলিত আলোর নিচে খেলোয়াড়দের নৈপুণ্যে জমে ওঠে এক রোমাঞ্চকর প্রতিযোগিতা।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। অনুষ্ঠানের শুভ উদ্বোধক ছিলেন, কুষ্টিয়া-৩ সদর আসনে ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপি সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা বিএনপি সদস্য আব্দুল মঈদ বাবুল, কুষ্টিয়া চেম্বারের সিনিয়র সহ সভাপতি মেজবার রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি আল আমিন রানা কানাই, কুষ্টিয়া চেম্বারের সাবেক সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন, কুষ্টিয়া চেম্বারের পরিচালক ফুয়াদ রেজা ফাহিম, কুয়াতুল ইসলাম দাখিল মাদ্রাসা অধ্যক্ষ তারিকুর রহমান। কুষ্টিয়া সদর হাসপাতালের চিকিৎসক ডা: রুমন রহমান, পৌর ১০ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর ১০ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ও চেম্বারের পরিচালক হাজী রবিউর রহমান।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন, পৌর যুবদলের সদস্য সচিব জিল্লুর রহমান জনিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় কুতুব উদ্দিন আহমেদ বলেন, আমাদের তরুণ প্রজন্ম যেন ক্রীড়াঙ্গনে আরও বেশি সম্পৃক্ত হতে পারে, সেজন্য এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু খেলোয়াড় নয়, দর্শক, আয়োজক ও অভিভাবক, সবার অংশগ্রহণই আজকের অনুষ্ঠানকে সফল করেছে। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই এই সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। ভবিষ্যতেও আমরা এ ধরনের ক্রীড়া আয়োজনকে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই, যাতে আমাদের এলাকার তরুণরা সুস্থ-সবল হয়ে এগিয়ে যেতে পারে এবং সমাজকে এগিয়ে নিতে পারে। এছাড়া প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, খেলাধুলা সমাজ থেকে অপরাধ ও মাদক দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের সুস্থ দেহ-মন গঠনে এমন আয়োজন অত্যন্ত প্রয়োজনীয়। তিনি আরও জানান, নির্বাচনী রাজনীতি যেমন আছে, তেমনি সামাজিক ও ক্রীড়া কর্মকাণ্ডে অংশ নেওয়াও তাঁর দায়িত্বের অংশ।
তাই আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে খেলাধুলার মান উন্নয়ন করা হবে। ভালো খেলোয়াড়রা যাতে জাতীয় পর্যায়ে খেলতে পারে সেই ব্যবস্থা করা হবে। এদিকে অনুষ্ঠানের সভাপতি রবিউর রহমান জানান, স্থানীয় তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সমাজে সুস্থ বিনোদন ছড়িয়ে দিতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন এলাকার কয়েকটি দল অংশ নেয়। দর্শকদের উচ্ছ্বাস, খেলোয়াড়দের দক্ষতা এবং সুষ্ঠু ব্যবস্থাপনায় পুরো টুর্নামেন্ট হয়ে ওঠে প্রাণবন্ত। ফাইনাল খেলায় দুটি দলের মধ্যে দারুণ লড়াইয়ের পর চ্যাম্পিয়ন নির্ধারিত হয়। খেলায় চ্যাম্পিয়ন হয়েছে লিয়াকত আলী ডেইরি ও রানার্সআপ দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি খেলোয়াড়। বিজয়ী দলকে ট্রফি ও পুরস্কার প্রদান করা হয়। স্থানীয় ক্রীড়াবিদ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন। আয়োজকরা ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
