নিচু জায়গাতে নানাবিধ সমস্যা নিয়েই চলছে খুলনা বিভাগের বৃহত্তম কলা’র হাট - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

নিচু জায়গাতে নানাবিধ সমস্যা নিয়েই চলছে খুলনা বিভাগের বৃহত্তম কলা’র হাট

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১৮, ২০২৩
নিচু জায়গাতে নানাবিধ সমস্যা নিয়েই চলছে খুলনা বিভাগের বৃহত্তম কলা’র হাট

কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কে কোল ঘেঁষে মধুপুরে মাত্র ৪ বিঘা জায়গা নিয়ে গড়ে উঠেছে খুলনা বিভাগের সর্ব বৃহৎ কলা’র হাট । নিচু জায়গাতে হাট হাওয়ার কারনে বর্ষা মৌসুমের নানান ভোগান্তীর শিকার হয় কৃষক এবং ব্যাপারীরা । এছাড়াও ট্রাক বোঝাই কলা নিয়েও মাঝে মাঝেই বিপাকে পড়তে হয় হেলপার এবং ড্রাইভারকে । দ্রুত সংস্কারের দাবী করেছেন হাটের সাথে জড়িত শ্রমিক, কৃষক এবং ব্যবসায়ীরা ।

নিচু জায়গাতে নানাবিধ সমস্যা নিয়েই চলছে খুলনা বিভাগের বৃহত্তম কলা’র হাট

নিচু জায়গাতে নানাবিধ সমস্যা নিয়েই চলছে খুলনা বিভাগের বৃহত্তম কলা’র হাট

নিচু জায়গাতে নানাবিধ সমস্যা নিয়েই চলছে খুলনা বিভাগের বৃহত্তম কলা’র হাট

এতিহ্যবাহী মধুপুরে হাটে গত ৪০ বছরের ধরে ২৪ ঘন্টা জুড়ে চলে বেচা কেনা । কুষ্টিয়া সহ আশে পাশের জেলা গুলো থেকে কলা চাষীরা তাদের উৎপাদিত কলা নিয়ে হাজির হন এই কলার হাটে । বিশেষ করে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও পাবনা’র কৃষক এবং ব্যাপারিরা তাদের উৎপাদিত কলা নিয়ে হাজির হয় ভালো দাম পাওয়ার আশায় ।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন শত শত ব্যাপারী কলা কিনতে আসে প্রসিদ্ধ এই কলার হাটে । প্রকার ভেদে প্রতি কাধি কলা বিক্রি হয় দুই থেকে তিন হাজার টাকায় । স্থানীয় ও কলার হাটে আসা ব্যাপারীদের সাথে কথা বলে জানা যায়, প্রতি দিন এই কলার হাটে প্রায় কোটি টাকার কলা কেনা বেচা হয় ।

প্রতি দিন এই কলার হাট থেকে ৫০-৮০ টি ট্রাকে বোঝাই করে কলা দেশের বিভিন্ন প্রান্তে যায় । প্রাতি ট্রাকে ১২শ থেকে ২ হাজার কাধি পর্যন্ত কলা ধারণ ক্ষমতা । প্রতি কাধ কলা ট্রাকে লোড দিতে শ্রমিকদের দিতে হয় দুই টাকা । এই বাজারে কাজ করতে আসা শ্রমিকরা প্রতিদিন ৫শত টাকা হতে দুই হাজার টাকা পর্যন্ত আয় করে থাকেন । এই বাজার থেকে কলা ঢাকা, খুলনা, ময়মনসিংহ, কুমিল্লা, চাঁদপুর এবং পঞ্চগড় সহ সমগ্র বাংলাদেশে বাজার জাত করা হয়ে থাকে ।

এই কলার হাটে উপর নির্ভর করেই গড়ে উঠেছে এই অঞ্চলের মানুষের জীবণ ও জীবিকা । বর্তমানে প্রায় ৭ হাজার পরিবারের আর্থিক জোগান দিয়ে আসছে আধুনিক সুযোগ সুবিধা বঞ্চিত এই কলার হাট । তবে হাটের সার্বিক উন্নয়ন করা হলে এই হাটের কুষ্টিয়া সহ আশে পাশের জেলার কৃষকদের ভাগ্য উন্নয়নে গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখবে আশা করেন হাট সংশ্লিষ্টরা ।

নিচু জায়গাতে নানাবিধ সমস্যা নিয়েই চলছে খুলনা বিভাগের বৃহত্তম কলা’র হাট

নিচু জায়গাতে নানাবিধ সমস্যা নিয়েই চলছে খুলনা বিভাগের বৃহত্তম কলা’র হাট

ব্যাপারী শওকত আলী জানান, যদি সরকার আমাদের এই বাজারের মধ্যের রাস্তা হেরিং করে দিতো তা হলে ভালো হতো । বর্ষা মৌসুমে হাটের মধ্যে চলা ফেরা করতে অনেক অসুবিধা হয় । এছাড়ও বাজারের অর্বজনা অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য সরকারীভাবে গাড়ীর ব্যবস্থা করে দেওয়ার দাবী জানান শওকত আলী ।

কুড়িগ্রাম জেলার রৌমারী থেকে আগত কলা ব্যবসায়ী আব্দুর রশিদ জানান, আমি দীর্ঘ কয়েক বছর এখানে কলা কিনতে আসি । এখানকার পরিবেশ ভালো । ছিনতাইকারী বা অনান্য কোন ঝামেলা নেই । এই হাটে কলার আমদানিও অনেক ভালো ।

কুড়িগ্রাম জেলার রৌমারী থেকে আগত অপর ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, আমি দীর্ঘ দশ বছর এই হাটে কলা কিনে ব্যবসা করি । তাতে মোটামুটি লাভ ভালোই হয় । কিন্তু বর্ষা মৌসুমে হাটের মধ্যে কাঁদা হাওয়ায় অনেক অসুবিধা হয় । বাজারে মাটি ফেলে ভরাট করে আরেকটু উঁচু করলে ভালো হতো ।

আরও পড়ুন: