খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের আপষহীন নেত্রী ছিলেন: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের আপষহীন নেত্রী ছিলেন: প্রকৌশলী জাকির সরকার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৫, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুষ্টিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৪ জানুয়ারি) বাদ এশা কুষ্টিয়া জেলা জিয়া স্মৃতি পাঠাগারের আয়োজনে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ সদর আসনে ধানের শীষের কান্ডারী প্রকৌশলী জাকির হোসেন সরকার। এতে সভাপতিত্ব করেন জেলার জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আব্দুল মজিদ।

সঞ্চালনা করেন জিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি সদস্য আব্দুল মঈদ বাবুল, জিয়া স্মৃতি পাঠাগারের কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মিথুন। এছাড়া দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং পাঠাগারের সদস্যরা অংশগ্রহণ করেন। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের আপষহীন নেত্রী ছিলেন। আগামী দিনে তাঁর নেতৃত্ব দেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলো। নব্বইয়ের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি সংসদীয় শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় অবদান ছিলো অপরিসীম। দীর্ঘ রাজনৈতিক জীবনে কারাবরণ ও ষড়যন্ত্রের মুখোমুখি হয়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো নিজের আদর্শ, দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকারের সঙ্গে আপোষ করেননি। দেশের মানুষের ভালোবাসা অর্জনের জন্য তার জানাযায় প্রায় দেড় কোটি মানুষ অংশ নিয়েছিলো।

তার সততা ও সাহসী নেতৃত্বের জন্য ভবিষ্যতেও মানুষ তাকে স্মরন করবে। তিনি বলেন, গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তাকে চিরবিদায় নিতে হয়েছে। আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি চলে গেছে। আমরা দোয়া করি আল্লাহ যেনো আমাদের দেশনেত্রীকে জান্নাতবাসী করেন। তিনি আরো বলেন, শোককে শক্তি রুপান্তরিত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার সহধর্মিণী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারন করে, আগামী দিনে কুষ্টিয়াবাসীর পাশে থেকে জনকল্যাণে কাজ করে যেতে চাই।