কুমারখালী প্রতিনিধি ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে খোকসা উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের ধোকরাখোল কলেজ মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আমবাড়িয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আজগর আলী মন্ডলের সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৮, কুষ্টিয়া ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী। তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামের প্রতীক।
তার সুস্থতা শুধু বিএনপি নয়, বরং সব দেশপ্রেমিক মানুষের প্রত্যাশা। গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার দ্রুত আরোগ্য কামনায় সবার প্রতি দোয়ার আহ্বান জানাই।’ আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন খোকসা থানা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান স্বপন, সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, সাবেক চেয়ারম্যান শফিকুল আলম মোল্লা, সাবেক চেয়ারম্যান মমিনুর রহমান, সাবেক ছাত্রদল নেতা রোকনুজ্জামান রাসেল প্রমুখ।
