খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয়তাবাদী কমার্শিয়াল অফিসার্স ডেভেলপমেন্ট ফোরামের দোয়া মাহফিল - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয়তাবাদী কমার্শিয়াল অফিসার্স ডেভেলপমেন্ট ফোরামের দোয়া মাহফিল 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ৩, ২০২৫

মোশারফ হোসেন ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী কমার্শিয়াল অফিসার্স ডেভেলপমেন্ট ফোরামের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ যোহর ঢাকা দক্ষিণ কাস্টমস বন্ড কমিশনারেট মসজিদ ও সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় সেগুনবাগিচা,পল্টন এ দোয়ার আয়োজন করা হয়। এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী কমার্শিয়াল অফিসার্স ডেভেলপমেন্ট ফোরামের সম্মানিত সভাপতি, আখতারুজ্জামান সজল, জাতীয়তাবাদী কমার্শিয়াল অফিসার্স ডেভেলপমেন্ট ফোরামের সহ-সভাপতি গিয়াস উদ্দিন টিপু, জাতীয়তাবাদী কমার্শিয়াল অফিসার্স ডেভেলপমেন্ট ফোরামের সহ -সভাপতি মুজিবুর রহমান ,

ডেভেলপমেন্ট ফোরামের, সাধারণ সম্পাদক ফখরুল আলম রিয়াদ, জাতীয়তাবাদী কমার্শিয়াল অফিসার্স ডেভেলপমেন্ট ফোরামের, সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট সোলাইমান, জাতীয়তাবাদী কমার্শিয়াল অফিসার্স ডেভেলপমেন্ট ফোরামের ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক আলামিন। এই সময় আখতারুজ্জামান সজল বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্রের অন্যতম প্রতীক। আমরা তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন দক্ষিণ কাস্টমস বন্ড কমিশনারেট মসজিদের হাফেজ মোহাম্মদ মনির হোসেন।