ভেড়ামারায় ৫ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাষ্টীয় মালিকানাধীন বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান নর্থ -ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির আওতাধীন কুষ্টিয়ার ভেড়ামারা ৪১০ মেগওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের উদ্দ্যোগে এলাকার দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

ভেড়ামারায় ৫ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
মঙ্গলবার সকালে বিদ্যুৎ কেন্দ্র চত্তরে ৫শতাধিক পরিবারে মাঝে চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরন করেন ভেড়ামারা উপজেলার চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু।
এসময় ভেড়ামারা ৪১০ মেগওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোহাম্মদ মোশাররফ হোসেন, ভেড়ামারা উপজেলার নির্বাহী অফিসার হাসিনা মমতাজসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এলাকার দরিদ্র মানুষকে সহযোগীতা সহ সমাজ উন্নয়নে বিভিন্ন কর্মকান্ড করে আসছে ভেড়ামারা ৪১০ মেগওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রটি।
