খাদিমপুর মোমতাজুল উলূম মাদরাসায় ইফতার মাহফিল
মিরপুর উপজেলার খাদিমপুর মোমতাজুল উলূম মাদরাসায় আজীবন দাতা (বদরীন) সদস্য সম্মেলন ২০২৩ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (রবিবার) সন্ধ্যায় এ সদস্য সম্মেলন ও ইফতার মাহফিলের আয়োজন করে মাদরাসা কর্তৃপক্ষ।

খাদিমপুর মোমতাজুল উলূম মাদরাসায় ইফতার মাহফিল
ইফতার মাহফিলে প্রধান অতিথি থেকে দোয়াই অংশগ্রহণ করেন মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী । এ সময় উপস্থিত ছিলেন ২নং বলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আরিফুজ্জামান সাহেব, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন , বিভাগীয় প্রধান, শিক্ষক মাওলানা মাসুম বিল্লাহ। ইফতার মাহফিলে মাদরাসার সকল শিক্ষক শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় ৩ শতাধিক মুসল্লী একরাম উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে দেশের শান্তি কামনা ও বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
