খাজানগরে চাঁদার দাবিতে এক বাড়িতে তালা ঝুলিয়ে দেয়ার অভিযোগ! - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খাজানগরে চাঁদার দাবিতে এক বাড়িতে তালা ঝুলিয়ে দেয়ার অভিযোগ!

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১৫, ২০২৩
খাজানগরে চাঁদার দাবিতে এক বাড়িতে তালা ঝুলিয়ে দেয়ার অভিযোগ!

কুষ্টিয়ার সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের খাজানগরে এক বাড়িতে চাঁদার দাবিতে তালা ঝুলিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। পরবর্তীতে ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ ও স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতে গত ৬ ডিসেম্বর বাড়ি তালা খুলে দেওয়া হলেও চাদাবাজদের হুমকি ধুমকিতে বর্তমান বাদি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ উঠেছে।

খাজানগরে চাঁদার দাবিতে এক বাড়িতে তালা ঝুলিয়ে দেয়ার অভিযোগ!

খাজানগরে চাঁদার দাবিতে এক বাড়িতে তালা ঝুলিয়ে দেয়ার অভিযোগ!

খাজানগরে চাঁদার দাবিতে এক বাড়িতে তালা ঝুলিয়ে দেয়ার অভিযোগ!

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত-পূর্বক অপরাধীদের বিচারের দাবি করেছেন ভুক্তভোগী ওই পরিবার। অভিযোগ সূত্রে বাদীর বক্তব্য হুবহু তুলে ধরা হলো, আমি মোঃ জাহাঙ্গীর হোসেন (৪২), পিতা- চান্দা মিস্ত্রি, সাং- খাজানগর উত্তরপাড়া, ডাকঘর- জগতি, থানা ও জেলা- কুষ্টিয়া। এই মর্মে থানায় হাজির হইয়া অভিযোগ দায়ের করিতেছি যে, বিবাদী ১) মোঃ সুমন (২৬), পিতা- মোঃ আমির মোল্লা, ২) মোঃ আমির মোল্লা (৫০), ৩) আজগর মোল্লা (৩৮), ৪) জাহাঙ্গীর মোল্লা (৪২), সর্বপিতা- মৃত ময়ছের মোল্লা, ৫) রবিন (২৩), পিতা- মৃত আব্দুল আওয়ালসহ অজ্ঞাতনামা ৭/৮জন, সর্বসাং- খাজানগর দক্ষিণপাড়া, ডাকঘর- জগতি, থানা ও জেলা- কুষ্টিয়া।

বিবাদীগণ পূর্ব শত্রুতার জের ধরিয়া প্রায়শই আমাদের সহিত অহেতুক ঝগড়া বিবাদসহ বিভিন্নভাবে আমাদের বসবাসের সমস্যা করিয়া আসিতেছেছিল। অতঃপর উহারই ধারাবাহিকতায় বিবাদীগণ ইং ২৭ নভেম্বর অনুমান রাত্র ৮.৩০ ঘটিকার সময় সকলের অনুপস্থিতিতে আমাদের ফাঁকা বাড়িতে অনধিকার প্রবেশ করিয়া একপর্যায় তাহারা আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতঃ বিবাদীগণ জোরপূর্বক অন্যায়ভাবে আমাদের উক্ত বাড়ির গেটে তালা লাগাইয়া দিয়া আটকাইয়া দেয়। পরবর্তীতে আমরা বাড়িতে প্রবেশের চেষ্টা করিলে উক্ত বিবাদীগণ আমাদের নিকট হইতে ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা চাঁদা দাবী করে। অন্যথায় বিবাদীগণ আমাদেরকে জান-মালের ক্ষতি সাধন করিয়া খুন-যখম করিয়া ফেলিবে মর্মে হুমকি প্রদান করিতেছে।

এখানে উল্লেখ থাকে যে, যেহেতু বিবাদীগণ আমাদের অনুপস্থিতির সুযোগে আমাদের বাড়িতে প্রবেশ করিয়াছিল, সেহেতু তাহারা আমাদের বাড়িতে রক্ষিত মূল্যমান মালামালসহ প্রয়োজনীয় জিনিসপত্র এবং ঘরে রক্ষিত প্রায় ৭ ভরি স্বর্ণালংকার লুটপাট করিতে পারে বলিয়া তিব্র আশঙ্কা হইতেছে। উল্লেখিত ঘটনাসমূহ স্থানীয় উপস্থিত স্বাক্ষী ১) মোছাঃ নাজমা (৩৫), স্বামী- ইদ্রিস, ২) মোছাঃ ফরিদা(৩০), স্বামী- সামাদ আলী, সাং- খাজানগর উত্তরপাড়া, ডাকঘর- জগতি, থানা ও জেলা- কুষ্টিয়াগণসহ আরও অনেকে দেখিয়াছে ও শুনিয়াছে। এমতাবস্থায় বিবাদীগণ যেকোন সময় আমাদের জান-মালের ক্ষতি সাধন করিয়া ফেলিতে পারে বলিয়া বাদী আশঙ্কা করিতেছে।