বিকেএসপিতে চান্স পেলো কুষ্টিয়ার উদীয়মান ক্রিকেটার উচ্ছাস
বিকেএসপিতে চান্স পেলো কুষ্টিয়ার উদীয়মান ক্রিকেটার উচ্ছাস। বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপির তৃণমূল ক্রীড়া প্রতিভা অন্বেষণ ক্রীড়া কর্মসূচির আওতায় ক্রিকেট ইভেন্টে চান্স পেয়েছে কুষ্টিয়া বাশার ক্রিকেট একাডেমি ও কুষ্টিয়া জেলা অনুর্ধ্ব ১৪ দলের ক্রিকেটার আহসান রহমান উচ্ছাস। বিকেএসপির ওয়েবসাইটে এ ফলাফল ঘোষণা করা হয়।

বিকেএসপিতে চান্স পেলো কুষ্টিয়ার উদীয়মান ক্রিকেটার উচ্ছাস
আহসান রহমান উচ্ছাস কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক সত্যখবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সত্যখবর মিডিয়া লিমিটেড এর চেয়ারম্যান হাসিবুর রহমান রিজুর ২য় পুত্র।
বিকেএসপি সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ের ক্রীড়া প্রতিভা অন্বেষণ-২০২৩ এর আওতায় ২১টি ইভেন্টে সারা বাংলাদেশ থেকে ১ হাজার প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে তাদেরকে নিবিড় প্রশিক্ষণ প্রদান করা হবে। ঘোষিত ফলাফলে ক্রিকেটে সারা বাংলাদেশ (৬৪ জেলা) থেকে ১৭০ জন বালক এবং ২৫ জন বালিকা ক্রিকেটারকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

আহসান রহমান উচ্ছাস বিকেএসপিতে চান্স পাওয়ায় বিভিন্ন মহল তাকে শুভেচ্ছা জানিয়েছেন। আহসান রহমান উচ্ছাস এর সফলতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন তার পরিবার।
