কোনদিন তাদের কাছে আমার ঋন শোধ হবেনা: কামারুল এমপি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কোনদিন তাদের কাছে আমার ঋন শোধ হবেনা: কামারুল এমপি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ২৮, ২০২৪

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে মিরপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল গত মঙ্গলবার(২৬ মার্চ) সকালে মিরপুর পাইলট হাই স্কুল মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন। উপজেলা  নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলামের সভাপতিত্বে ও মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার নজরুল করিমের  সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম, সহ-সভাপতি আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু,মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত)  আবুল কাশেম জোয়ার্দ্দার, সহকারি পুলিশ সুপার আব্দুল খালেক, মিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এমপি কামরুল আরেফিন বলেন-আমার দেহের সমস্ত রক্ত যদি মুক্তিযোদ্ধাদের পায়ে ঢেলে দিই,তাও কখনো কোনদিন তাদের কাছে আমার ঋন শোধ হবেনা। আপনারা  আমার জন্য যা করেছেন তা অকল্পনীয়। বাংলাদেশের ইতিহাসে এইরকম ঘটনা ঘটে নাই। আমি এমনই ভাগ্যবান শিক্ষকের সন্তান যে, আমি আজকে এমপি হয়েছি আপনাদের  কারণে। আমি যতদিন বাচব আল্লাহ পাক যেন আমার ভেতরে ইনসান রাখে, আমি সেই ইনসান হয়ে আপনাদেরকে সম্মান জানিয়ে যেতে পারি। আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের সাথে মিলেমিশে চলতে পারি। একটি কথা ঘোষণা দিয়ে যাচ্ছি, মুক্তিযোদ্ধাদের সুচিকিৎসার জন্য তথা মুক্তিযোদ্ধাদের মাঝে যারা অসুস্থ হবে, তাদের সুচিকিৎসার জন্য আমি বছরে পাঁচ লক্ষ টাকা দেব। আমি আপনাদের সবার বয়সের ছোট, আমাকে আপনারা ছোট ভাই হিসেবে সম্মোধন করবেন, এমপি হিসেবে না। আমি আপনাদের লোক হিসেবে থাকতে চাই,আপনাদের ভাই হিসেবে থাকতে চাই, আমার বিপদে আপনারা পাশে দাঁড়িয়েছিলেন বৃহত্তর পরিসরে,আমি আপনাদের পাশে ক্ষুদ্র পরিসরে যেনো দাঁড়াতে পারি, সেই দোয়া করবেন। যেকোনো সমস্যায় আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন,আমাকে না পেলে আমার প্রতিনিধির সাথে কথা বলবেন। অনুষ্ঠান শেষে এমপি কামারুল আরেফিন প্রত্যেক মুক্তিযোদ্ধাকে একটি করে ঈদ উপহার পাঞ্জাবী প্রদান করেন এবং আগামী ২০ এপ্রিল উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত বার্ষিক ভোজনের আমন্ত্রণ জানান।