বিশেষ প্রতিনিধি ॥ কৃষি ও কৃষকের কথা তুলে ধরায় কৃষি সাংবাদিকতা পুরস্কার-২০২৫ পেয়েছেন বার্তা২৪.কমের স্টাফ করেসপন্ডেন্ট এসএম জামাল। তাকে কৃষকের বন্ধু এসএম জামাল হিসেবেও আখ্যায়িত করেন। শুক্রবার বিকেলে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন। তিনি বার্তা২৪.কমের স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সাথে কাজ করছেন। পাশাপাশি প্রায় এক যুগেরও বেশি সময় ধরে কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য ও প্রযুক্তি প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
এছাড়াও তিনি বিভিন্ন কৃষি বিষয়ক ম্যাগাজিনে লেখক হিসাবেও কাজ করে যাচ্ছেন। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন প্রয়াস যুব সংস্থা আয়োজিত এ অনুষ্ঠানে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ১০ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের ৪২ টি স্বেচ্ছাসেবী সংগঠনকেও অনুপ্রেরণা মুলক এ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ও বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান। স্বপ্ন প্রয়াস যুব সংস্থার সভাপতি সাদিক হাসান টোহিদ এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও কলামিস্ট হাসান টুটুল, পরিবেশবিদ শাহাবুদ্দিন মিলন, সাইদুল বারী টুটুল, আক্তার হোসেন, আব্দুল খালেক প্রমুখ।
পুরস্কার প্রাপ্তির পর অনুভূতি জানতে চাইলে কৃষকের বন্ধু এসএম জামাল বলেন, “আমার হৃদয়ের খুব কাছের একটা জায়গা জুড়ে আছে কৃষি ও কৃষকের জীবন। তাদের কষ্ট, সংগ্রাম কিংবা সফলতার গল্প তুলে ধরতে পারলে মনে হয় আমি জাতির সেবায় সামান্য হলেও ভূমিকা রাখতে পারছি। “আজকের এই পুরস্কারটি পেয়ে আমি খুবই খুশি ও অনুপ্রাণিত। কৃষি ও কৃষকের কষ্ট কিংবা সফলতার গল্প তুলে ধরতে ভালো লাগে, উল্লেখ করে তিনি বলেন, কৃতজ্ঞতা জানাই জুরিবোর্ডের সবাইকে, তাঁরা পুরস্কারটির জন্য আমাকে যোগ্য মনে করেছেন। নিঃসন্দেহে তা আমার কাছে অনেক আকাঙ্ক্ষিত একটি পুরস্কার। অনেক অনেক ভালো লাগছে, এই পুরস্কারটি আমার কৃষি সাংবাদিকতা করার ক্ষেত্রে দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিল।
