দৌলতপুরে কৃষক হত্যা মামলার ০২ জন আসামি গ্রেফতার
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে দৌলতপুর উপজেলার কৃষক হত্যা মামলার হত্যা মামলার ২২নং এজাহারনামীয় আসামি ১) মোঃ তরিকুল সরদার (২২), পিতা-ফার্দেস সরদার এবং সন্দিগ্ধ আসামি ২) ফার্দেস সরদার (৫৮), পিতা-মৃত আব্দুল জলিল, উভয় সাং-ভুরকাপাড়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়েছে।

দৌলতপুরে কৃষক হত্যা মামলার ০২ জন আসামি গ্রেফতার
র্যাব সূত্রে জানা যায়, গত ১৩ জুন ২০২৩ তারিখ কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন হাটখোলাপাড়া গ্রামে গরুতে পাট গাছ খাওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে ১৪ জুন ২০২৩ তারিখ বিকালে সর্দার বংশের লোকজন মালিথা বংশের উপর আগ্নেয়াস্ত্র ও দেশিয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে দল বেঁধে আক্রমণ করে ০২ জন কৃষককে গুলি করে ও কুপিয়ে হত্যা করে।
উক্ত হত্যাকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবার বাদী হয়ে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় ৩২ জনের নাম উল্লেখসহ ২০/২৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে, যার মামলা নং-৫৩, তারিখঃ ১৬ জুন ২০২৩, ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০২/১১৪/৩৪ পেনাল কোড ৷
![]()
পলাতক হত্যাকারীদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে সিপিসি-১, র্যাব-১২। এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি অভিযানিক দল অদ্য ২০ জুন ২০২৩ ইং তারিখ বিকাল ০৬:১০ ঘটিকায় ‘‘পাবনা জেলার ঈশ্বরদি থানাধীন গোপালপুর গ্রামে’’ একটি অভিযান পরিচালনা করে দুই জন আসামিকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে ধৃত আসামিদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
