কৃষকদলের আয়োজনে পোড়াদহে কৃষক সমাবেশ অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কৃষকদলের আয়োজনে পোড়াদহে কৃষক সমাবেশ অনুষ্ঠিত 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২৪, ২০২৪

মিরপুর প্রতিনিধি ॥ বাংলাদেশের সংখ্যাগরিষ্ট কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজনে পোড়াদহ হাইস্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা কৃষকদলের সদস্য বাবুল হোসেনের উপস্থাপনায় কৃষক সমাবেশে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন, সদস্য সচিব এ্যাডঃ নুরুল ইসলাম নুরুল, পোড়াদহ ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক মেহেদী হাসান পলাশ, জেলা কৃষকদলের সদস্য এ্যাডঃ খাইরুজ্জামান খাইরুল,

শাহিন আলী, রকিব হাসান, আঃ খালেক, কুষ্টিয়ার মিরপুর উপজেলার কৃষকদলের নেতা এ্যাডঃ তন্ময় দেবনাথ, জিল্লুর রহমান বাপ্পি, ডাঃ রাজু আহম্মেদ, শাহিনুর রহমান শাহিন, আলাউদ্দিন আলী, মিনহাজ উদ্দিন মালিথা, সোহেল রানা প্রমুখ। কুষ্টিয়া জেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন বলেন আমরা প্রত্যেকটা ইউনিয়নে গিয়ে কৃষকদের কি কি সমস্যা শুনছি,সেগুলো লিপিবদ্ধ করে রাখছি।যাতে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের সুযোগ সুবিধা সরাসরি তাদের কাছে পৌছিয়ে দেয়া যায়। এ সময় কৃষকদের পক্ষ থেকে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা বিষয়ে বক্তব্য তুলে ধরেন তেতুলতলী গ্রামের কৃষক শওকত আলী, গোবিন্দপুরের রকি আহমেদ, হাজরাহাটি গ্রামের আসলাম উদ্দিন, বালিয়াশিষা গ্রামের রাজু আহমেদ ও আহাম্মদপুর গ্রামের কৃষক ইয়াকুব আলী।