ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে।

ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসার মোঃ রমজান আলী আকন্দ। ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি রোটারিয়ান প্রকৌশলী মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক আনিসুজ্জামান ডাবলু ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক (কুষ্টিয়া) তৌহিদী হাসান শিপলু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বিশ্বাস। সহকারী শিক্ষক মোঃ জুলহক উদ্দীন উপস্থাপনায় শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম, কৃতি শিক্ষার্থীর পক্ষে অর্থি রাণী শাহা ও নবাগত শিক্ষার্থীর পক্ষে বক্তব্য রাখেন মোছাঃ সুমাইয়া খাতুন।
এছাড়াও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক প্রতিনিধি, কৃতি শিক্ষার্থী ও নবীন শিক্ষার্থী বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ ও নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

সভাপতির বক্তব্যে রোটারিয়ান প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম বলেন, এই এলাকার ছাত্র-ছাত্রীদের শিক্ষিত করে তোলার জন্য ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। নবীন শিক্ষার্থীদের তিনি মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
