কুষ্টিয়া ৪ আসন থেকে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন আরও একজন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া ৪ আসন থেকে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন আরও একজন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২৩, ২০২৫

কুমারখালী প্রতিনিধি ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ৪ আসন থেকে মনোয়ন ফরম কিনেছেন কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামাণিক। গতকাল সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৪টা ৪৭ মিনিটে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার ভাই মো. আব্দুল হাই মাখন। তিনি কুমারখালী পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি। এরআগে, রোববার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম ক্রয় করেন বিএনপির মনোনিত প্রার্থী ও কুষ্টিয়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী। এ বিষয়ে কুমারখালী পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল হাই মাখন বলেন, গত (রোববার) বিএনপির মনোনিত সম্ভাব্য প্রার্থী মেহেদী রুমী জেলা থেকে মনোয়ন ফরম কিনেছেন।

গতকাল (সোমবার) আমার ভাইয়ের পক্ষে আমরা উপজেলা থেকে মনোয়ন ফরম ক্রয় করেছি। ইনশাআল্লাহ দল থেকে চুড়ান্ত মনোনয়ন আনছার প্রামাণিকেই দেওয়া হবে। দল মনোনয়ন না দিলে আনছার প্রামাণিক স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোট করবেন কি না?  এমন প্রশ্নের সদোত্তর দেননি তিনি। উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার বলেন, এখন পর্যন্ত তাঁর কার্যালয় থেকে মাত্র একটি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। নির্বাচন আচরণবিধি প্রতিপালনে ব্যাপক সচেতনামূলক প্রচারণা চালানো হচ্ছে। উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর সন্ধায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশন ( সিইসি)। সেই অনুযায়ী রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ২৯ ডিসেম্বর সোমবার।