কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে সৈয়দ মেহেদী আহমেদ রুমীর মনোনয়ন বাতিল করে কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামানিককে প্রার্থী করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা। তৃণমূল বিএনপির ব্যানারে গতকাল বুধবার (২৬ নভেম্বর) রাত ৭টার দিকে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসার বিলজানি বাজার এলাকায় এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। খোকসা উপজেলার কয়েক শত নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় তাঁরা ‘ আনছারকে মনোনয়ন দিতে হবে দিয়ে দাও ‘ শ্লোগানে মুখরিত করে তোলেন। পরে বিলজানি বাজার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করেন আনছারের সমর্থকরা। সমাবেশে বক্তব্য রাখেন খোকসার শিমুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিবলী আহমেদ, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জয়নাল হোসেন, খোকসা উপজেলা বিএনপি নেতা কাশেম প্রমূখ। বক্তব্যে তারা বলেন, দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে মেহেদী রুমীকে মনোনয়ন দেওয়া হয়েছে। যিনি দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামে ছিলেনন না। তাকে মনোনয়ন দেওয়া অখুশি তৃণমূল নেতাকর্মীরা।
মেহেদীকে পরিবর্তন করে আনছারকে মনোনয়ন না দিলে আসনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করা সম্ভব হবেনা। এখানে রুমী সাহেব থাকলে জামায়াত জিতে যাবে। তবে মেহেদীকে পরিবর্তন করে আনছারকে মনোনয়ন দিলে বিপুল ভোটে ধানের শীষের বিজয় হবে। না হলে বিশাল ভরাডুবি হবে।
