দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়র তনুর “ঈগল” প্রতীকের নির্বাচনী ক্যাম্পে অতর্কিত হামলা ও ক্যাম্প ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর আনুমানিক দেড়টার সময় এই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এই বিষয়ে কুষ্টিয়া পৌরসভার আড়ুয়া পাড়ার মৃত মোজাম্মেল হকের পুত্র শাহেদুল হক শিমুল বাদী হয়ে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কুষ্টিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডে (জিকে বালুর ঘাটের পাশে) স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনুর “ঈগল” প্রতীকের নির্বাচনী ক্যাম্প পরিচালনা হচ্ছিল। গতকাল সোমবার আনুমানিক দুপুর দেড়টার সময় স্থানীয় (পৌরসভার ১ নং ওয়ার্ড) তৈমুর বান্দা পালং, আসিফ বান্দা পুলকসহ ১০/১২ জন সন্ত্রাসী নির্বাচনী ক্যাম্প ইনচার্জ শহর শ্রমিক লীগের সভাপতি দেওয়ান মাসুদুর রহমান স্বপনের উপরে অতর্কিত হামলা ও ক্যাম্প ভাংচুর করে।
এই বিষয়ে জানতে চাইলে ঈগল” প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়র তনু বলেন, আপনারা খোঁজ নিয়ে দেখেন প্রত্যেক ওয়ার্ডে এবং ইউনিয়নে নৌকা প্রতীকের কর্মি সমর্থকরা কোন প্রকার নির্বাচনী আচরণ বিধি মানছে না। প্রতি ওয়ার্ডে ও ইউনিয়নে একটি করে নির্বাচনী অফিস করার নিয়ম থাকলেও তারা তা মানছে না। উল্টো আমাদের নির্বাচনী অফিস ভাংচুর করছে এবং আমাদের কর্মির উপর হামলা করছে। সুষ্ট নির্বাচনের জন্য আমরা এই সমস্ত অনিয়মের প্রতিকার চাই। এই বিষয়ে জানতে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সুহাম্মদ মাজহারুল ইসলামের মুঠোফোনে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নাই।
