বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় প্রার্থীদের মনোনয়নপত্র জমা শেষ, বাছাই, আপিল দায়ের, আপিল নিষ্পত্তি, প্রার্থীতা প্রত্যাহার, প্রতীক বরাদ্দ, নির্বাচনী প্রচারনা শুরু ও শেষ, ভোট গ্রহনের দিন নির্ধারিত করে গত ১১ ডিসেম্বর ইসি তফসিল ঘোষণা করেছে। ইতিমধ্যে দেখা গিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী দল সহ অন্যান্য প্রার্থীর সমর্থকেরা ব্যানার, ফেসটুন সরিয়ে ফেলছে। নির্বাচনী আচরন বিধি মানতে, গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ১০ টার দিকে কুষ্টিয়া কোর্ট স্টেশন চত্বরে দেখা যায়, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ এর উপস্থিতিতে, জেলা বিএনপি সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ সদর আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার নিজ হাতেই ব্যানার, ফেসটুন সরিয়ে ফেলছেন।
এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আপনারা জানেন ইতিমধ্যে নির্বাচন ও গনভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিলে যে আচরন বিধি আছে, সেই আচরন বিধি মেনে চলার জন্য, আমাদের ব্যানার, ফেসটুন সরিয়ে ফেলা শুরু করেছি। আমরা তফসিলের আচরন বিধি মানতে নির্দিষ্ট সময়ে সকল ব্যানার ফেসটুন সরিয়ে ফেলার চেষ্টা করবো। আগামী দিনে প্রতীক বরাদ্দ হলে, নির্বাচনী প্রচারনার অনুমতি পেলে আবার প্রচারনা শুরু করবো। এছাড়া তিনি তার কর্মী সমর্থকদের এই আচরন বিধি মানার আহব্বান জানান।
