কুষ্টিয়া-১ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে জুয়েল সমর্থকদের গণসমাবেশ ও গণমিছিল - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া-১ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে জুয়েল সমর্থকদের গণসমাবেশ ও গণমিছিল 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ২২, ২০২৫

দৌলতপুর প্রতিনিধি: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপি দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে শরীফ উদ্দিন জুয়েল সমর্থকদের গণসমাবেশ ও গণমিছিল মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২১ নভেম্বর)  বিকেল ৪টায় দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। গণসমাবেশে দৌলতপুর বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন বলেন,  দৌলতপুরের মানুষ পরিবর্তন চায়। সন্ত্রাস, চাঁদাবাজী ও অস্থিতিশীলতা থেকে মুক্তি পেতে চায়।

তাই দলের হাইকম্যান্ডের প্রতি বিশেষ অনুরোধ দৌলতপুরে গণজরিপ করে দৌলতপুর আসনে বিএনপি দলীয় মনোনয়ন দেওয়া হোক। দৌলতপুর বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা তার বক্তব্যে বলেন, ৫ আগস্টের পর থেকে দৌলতপুরে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজিতে জড়িত ব্যক্তিদের বাদ দিয়ে গণমানুষের নেতা দৌলতপুরবাসীর আস্থার ঠিকানা ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক দৌলতপুরের কৃতি সন্তান শরীফ উদ্দিন জুয়েলকে মনোনয়ন দিতে হবে। দৌলতপুরের মানুষ পরিবর্তন চায় এবং জুয়েলকে এমপি হিসেবে  দেখতে চায়।

তার প্রমান আজকের গণসমাবেশ। গণসমাবেশে অন্যান্য বক্তারা দাবি জানান, তৃণমূলের মতামত ও জনপ্রিয়তাকে গুরুত্ব দিয়ে মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে এই গণসমাবেশ আয়োজন করা হয়েছে। গণসমাবেশ শেষে গণমিছিল অনুষ্ঠিত হয়। গণমিছিলটি দৌলতপুরের থানা বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সেন্টারমোড়ে গিয়ে শেষ হয়। গণসমাবেশ ও গণমিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতা-কর্মী এবং নারী-পুরুষ অংশ নেয়।