কুষ্টিয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক আলাউদ্দিন ইন্তেকাল করেছেন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক আলাউদ্দিন ইন্তেকাল করেছেন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ২৩, ২০২৪

নিজ সংবাদ ॥ অবসরপ্রাপ্ত সরকারি কলেজ শিক্ষক কল্যাণ পরিষদের আজীবন সদস্য মো. আলাউদ্দিন গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) ভোর আনুমানিক ৬ টার সময় নিজ বাসভবনে অসুস্থ জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রজেউন)।

মরহুম মো. আলাউদ্দিন ১৯৪৩ সালের ১লা সেপ্টেম্বর কুষ্টিয়া পৌরসভার ৪, জেহের আলী মণ্ডল লেন, আড়ুয়াপাড়ায় জন্মগ্রহণ করেন। পিতা আব্দুল গণি এবং মাতা পরিজান নেছার জ্যেষ্ঠ সন্তান। স্ত্রী শাহিদা বেগম, দুই মেয়ে ও এক ছেলে এবং অগণিত শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষী রেখে ৮১ বছর বয়সে তাঁর মহান রবের কাছে ফিরে গেলেন।

তার আত্মীয়, স্বজন ও ছাত্র-ছাত্রীরা দোয়া করেন, আল্লাহ তায়ালা তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করার জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন। মরহুমের জানাজা নামাজ বাদ আসর হাউজিং এস্টেট (চাঁদাগাড়া) গোরস্থানসংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়ে দাফন সম্পন্ন হয়।