কুষ্টিয়া সদর আসনে হানিফ এমপি’র নৌকার বিপক্ষে লড়বেন মেয়র পুত্র তনু
”দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে” গত রোববার গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে এমন মন্তব্য করে দলীয় প্রার্থীদের সতর্ক করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেছিলেন বিনা প্রতিদ্বন্দ্বীতায় কেউ পাশ করে আসতে পারবেন না। দলীয় প্রতীকের প্রার্থীর পাশাপাশি দলের যে কোন নেতা বা ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন বলেও তিনি রোববার গণভবন থেকে জানিয়েছিলেন।

কুষ্টিয়া সদর আসনে হানিফ এমপি’র নৌকার বিপক্ষে লড়বেন মেয়র পুত্র তনু
প্রধানমন্ত্রীর এমন মন্তব্য ও বক্তব্যের পরে নড়ে চড়ে বসতে শুরু করেছেন দলীয় পদ বঞ্চিত এবং দলীয় পদধারী মনোনয়ন বঞ্চিত জনপ্রিয় প্রতিনিধিরা। যার প্রতিফলন সুস্পষ্টভাবে কুষ্টিয়াতেও পড়েছে।
কুষ্টিয়া পৌরসভার তিনবার নির্বাচিত মেয়র এবং কুষ্টিয়া জেলা আওয়ামলীগের দূঃসময়ের কান্ডারী পৌর মেয়র আনোয়ার আলীর পুত্র যুবলীগ নেতা পারভেজ আনোয়ার তনু কুষ্টিয়া-৩ (সদর, সংসদীয় আসন-৭৭) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য সোমবার (২৭ নভেম্বর) কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় গিয়ে সদর উপজেলা নির্বাচন অফিসার সহিদুর রহমানের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মনোনয়ন ফরম সংগ্রহের সময় কয়েকশত মোটর সাইকেল নিয়ে পারভেজ আনোয়ার তনু’র সমর্থকেরা জেলা নির্বাচন অফিসের নীচে স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখেন। মনোয়ন ফরম সংগ্রহ শেষে পারভেজ আনোয়ার তনু সাংবাদিকদের প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দেন। এরপর কয়েকশত মোটর সাইকেল নিয়ে পারভেজ আনোয়ার তনু’র সমর্থকেরা কুষ্টিয়া মজমপুর হয়ে এনএস রোড প্রদক্ষিণ করেন।
কেন নির্বাচন করবেন সাংবাদিকদের এম প্রশ্নের জবাবে পারভেজ আনোয়ার তনু বলেন, ”দলীয় প্রতীকের প্রার্থীর পাশাপাশি দলের যে কোন নেতা বা ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন” প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন নির্দেশনা দেওয়ার পর আমি দেশকে সামনের দিকে এগিয়ে নিতে নির্বাচন করবো। দেশে অনেক উন্নয়ন হয়েছে, নতুন প্রজন্মকে সাথে নিয়ে কুষ্টিয়ায় আরো উন্নয়ন করতে চাই। আমার কাছে মনে হয় কুষ্টিয়াতে আরো উন্নয়ন হওয়ার দরকার ছিলো। আমি সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হলে জনগণের আশা আকাঙ্খা মোতাবেক উন্নয়ন করতে চাই।
হঠাৎ কেন সংসদ নির্বাচনে আসলেন সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে পারভেজ আনোয়ার তনু বলেন, আমি ইতিপূর্বে জেলা ক্রিড়া সংস্থা এবং দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এর ভোট করেছি। আমি বর্তমানে কুষ্টিয়া রাইফেলস ক্লাবের সদস্য এবং জেলা ক্রিড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক। আমি সংসদ ও পৌর নির্বাচনের মত নির্বাচন কখনো করিনি। তারপরও পরিচ্ছন্ন এবং সুষ্ঠ নির্বাচন হলে আমি জয়ী হবো বলে আশা করি।
এদিকে পারভেজ আনোয়ার তনু’র দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহনের খবরে জেলা আওয়ামীলীগ সহ অঙ্গসংগঠন ও তৃণমূলের নেতা কর্মিদের মধ্যে চাপা আনন্দ লক্ষ করা যাচ্ছে। এবিষয়ে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সাথে যোগাযোগ করা হলে একাধিক আওয়ামীলীগ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত ১৫ বছরের বেশী সময় ধরে কুষ্টিয়ায় আওয়ামলীগের রাজনীতি একটি বলয়ের মধ্যে ঘোরপাক খাচ্ছে। চাইলেই সেখান থেকে কেউ বের হয়ে আসতে পারছে না।
পারভেজ আনোয়ার তনু নির্বাচনে অংশ গ্রহণ করার ঘোষনা দেওয়ার পর থেকে গত ১৫ বছর ধরে যারা আওয়ামীলীগের রাজনীতিকে হাতের মুঠোয় রেখেছে সেখান থেকে এবার হয়তো বের হয়ে আসবে। নাম না প্রকাশ করার শর্তে আওয়ামীলীগের একাধিক নেতা বলেন, বর্ষিয়ান রাজনীতিবিদ ও পৌর মেয়র আনোয়ার আলীর পুত্র পারভেজ আনোয়ার তনু। জেলা ব্যাপি ভালো সংগঠক হিসাবে ইতিমধ্যে সে সুপরিচিত।
এছাড়াও কুষ্টিয়া জেলা ব্যাপি তার বাবার নিজস্ব কর্মি রয়েছে এবং ভালো রাজনীতিবিদ হিসাবে পৌর মেয়র আনোয়ার আলীর সুখ্যাতি রয়েছে কুষ্টিয়া জেলা ব্যাপি। সবদিক দিয়ে বিচার ও বিশ্লেষন করলে নৌকা প্রতীকের বিপক্ষে পারভেজ আনোয়ার তনু একজন শক্ত প্রতিদ্বন্দ্বী।
