কুষ্টিয়া সদরের তরুণ প্রার্থী তণু’র পক্ষে তরুণ ভোটারদের ব্যাপক সাড়া - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া সদরের তরুণ প্রার্থী তণু’র পক্ষে তরুণ ভোটারদের ব্যাপক সাড়া

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২৮, ২০২৩
কুষ্টিয়া সদরের তরুণ প্রার্থী তণু’র পক্ষে তরুণ ভোটারদের ব্যাপক সাড়া

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া সদর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তণু বলেছেন, কুষ্টিয়া সদরের নির্বাচনে তরুণ নেতৃত্ব গঠনে,তরুণ ভোটারদের ব্যাপক সাড়া আমাকে মুগ্ধ করেছে।

কুষ্টিয়া সদরের তরুণ প্রার্থী তণু’র পক্ষে তরুণ ভোটারদের ব্যাপক সাড়া

কুষ্টিয়া সদরের তরুণ প্রার্থী তণু’র পক্ষে তরুণ ভোটারদের ব্যাপক সাড়া

কুষ্টিয়া সদরের তরুণ প্রার্থী তণু’র পক্ষে তরুণ ভোটারদের ব্যাপক সাড়া

দলমত নির্বিশেষে সকল বয়সের ভোটারদের পাশাপাশি তরুণ ভোটাররা যেভাবে আমাকে সমর্থন দিয়ে চলেছেন, তাদের সমর্থনে আমি জয়ের সু-বাতাস অনুভব করছি। তণু বলেন, সোনার বাংলা খ্যাত আমাদের দেশটি যখন ২০৪১ সালের মধ্যে ‘উন্নত বাংলাদেশ’ হওয়ার স্বপ্ন দেখছে; ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে একটি উদ্ভাবনী দেশ হিসেবে বিশ্ব মন্ডলে পরিচিত হতে যাচ্ছে; তখন সময় এসেছে দেশের সব গুরুত্বপূর্ণ কাজে তরুণ সমাজকে এগিয়ে যাওয়ার। সেই উপলব্ধি থেকে আমিও তরুণ সমাজের হাত ধরে তাদের প্রতিনিধি হয়ে দেশের এই অগ্রযাত্রায় অংশীদার হতে চাই।

আমার এই অগ্রযাত্রায় তরুণ সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করি। তণু বলেন, অবহেলিত কুষ্টিয়া সদর এখনও বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের দিক দিয়ে পিছিয়ে আছে। দলমত নির্বিশেষে আগামী ৭ জানুয়ারি ঈগল প্রতীকে ভোট প্রদানের মাধ্যমে আমাকে নির্বাচিত করে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে তরুণ সমাজের উন্নয়নের পাশাপাশি আধুনিক ও দেশের মধ্যে মডেল কুষ্টিয়া সদর গড়ার সুযোগ দিন।

দিনব্যাপি কুষ্টিয়া শহরও সদর উপজেলার বিভিন্ন এলাকায় নিজ কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন ও গণসংযোগকালে স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তণু এসব কথা বলেন। তিনি শহরের ১ নং ওয়ার্ডের লরেন্স লেন, সদর উপজেলার বালিয়াপাড়া, মধ্যপাড়া, ভবানীপুর, জগন্নাথপুরসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী ক্যাম্প উদ্বোধন ও গণসংযোগ করেন। এসময় হাজারো মানুষ তণুকে একনজর দেখার জন্য ছুটে আসেন। তারা ঈগল প্রতীকে ভোট প্রদানের আশাবাদ ব্যক্ত করেন।