বিশেষ প্রতিনিধি ॥ বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচিকে জনমনে তুলে ধরতে কুষ্টিয়া পৌর যুবদল লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা করেছে। গতকাল রবিবার (১৬ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া পৌর ২১ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে, পৌর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন ও সদস্য সচিব জিল্লুর রহমান জনি এর নেতৃত্বে এই কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। শহরের লাহিনী বটতলা মোড়সহ ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, ব্যবসায়িক এলাকা ও জনসমাগমস্থলে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
এসময় পৌর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন জানান, তাদের এই প্রচারণার উদ্দেশ্য হলো বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে জনগণের সমর্থন আদায় করা। এছাড়া পৌর যুবদলের সদস্য সচিব জিল্লুর রহমান জনি বলেন, ৩১ দফার লক্ষ্য হলো “রাষ্ট্র কাঠামোর সংস্কার, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং প্রশাসনকে জনগণের সেবায় ফিরিয়ে আনা। তারা আরও দাবি করেন, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়া টেকসই রাষ্ট্র কাঠামো গঠন সম্ভব নয়।
আগামী ত্রয়োদশ নির্বাচনে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে, কুষ্টিয়া-৩ আসনে ধানের শীষের বিকল্প নেই। এদিকে লিফলেট বিতরণের পাশাপাশি স্থানীয় নাগরিকদের সঙ্গে কথা বলে প্রতীক ও কর্মসূচির নানা দিক তুলে ধরেন যুবদল নেতারা। তারা শান্তিপূর্ণভাবে এই প্রচারণা শেষ করেন।
