কুষ্টিয়া শহরের যানজট নিরসনে ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছ্বেদ অভিযান - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া শহরের যানজট নিরসনে ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছ্বেদ অভিযান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ২০, ২০২৪

রঞ্জুউর রহমান ॥ গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল এগারোটায় কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রীতম শীল এর নেতৃত্বে পৌর কর্তৃপক্ষ, সেনাবাহিনী ও কুষ্টিয়া মডেল থানা পুলিশ এর সহায়তায় কুষ্টিয়া জেলার মজমপুর গেট হতে বড়বাজার পর্যন্ত শহরের যানজট নিরসনে ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছ্বেদ অভিযান পরিচালিত হয়। এছাড়াও উচ্ছেদ অভিযানে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভা এর পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন, কুষ্টিয়া পৌরসভা এর প্রশাসনিক কর্মকর্তা মাহামুদ রেজা চৌধুরীসহ কুষ্টিয়া পৌরসভা কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

পথচারী মোঃ কালাম বলেন, রাস্তায় দখল করে ফুটপাত, যত্রতত্র গাড়ি রেখে রাস্তাকে সংকীর্ণ থেকে আরও সংকীর্ণতর করে ফেলা হচ্ছে। ফলে সাধারণ মানুষ ফুটপাতে চলাচলে খুবই বিড়ম্বনা পোহাতে হয়। আবার শহরের ইজিবাইক ও মোটরসাইকেল চালকরা ট্রাফিক আইন অমান্য করার ফলে রাস্তার স্বাভাবিক শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। এমন  অভিযানকে আমরা স্বাগত জানাই। পথচারী সাজেদা বেগম বলেন, এমন অভিযান কুষ্টিয়াতে প্রতিমাসে একবার করে করা উচিত কারণ কুষ্টিয়াতে ফুটপাত দখল এবং ইজি বাইক চালকদের ট্রাফিক আইন না মেনে চলায় শহরের প্রতিদিনই যানজটের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এমন অভিযান অব্যাহত রাখলে খুব দ্রুত কুষ্টিয়া যানজট মুক্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন শহর হয়ে উঠবে।