কুষ্টিয়া শহরের মিলপাড়ায় দারুস সুন্নাহ মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া শহরের মিলপাড়ায় দারুস সুন্নাহ মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২১, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকায় দারুস সুন্নাহ মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২০ ডিসেম্বর) সকালে অত্র মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত নূরানী বিভাগের প্লে থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়কর আইনজীবী মোঃ সাজ্জাদ হোসেন সাজ। মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা সেক্রেটারি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সভাপতি মাওঃ মোঃ শরিফুল ইসলাম মাহমুদীর সার্বিক তত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ বিল্লাল হোসেন, হাজী ময়েন উদ্দীন, কুষ্টিয়া জেলা শাখার নূরানী বিভাগীয় প্রধান মাও আব্দুল মতিন সহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মতিয়ার রহমান, জাহিদুল ইসলাম জাহিদ, সাংবাদি বেলাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক গোলজার হোসেন, ইউসুফ হোসেন ও শহিদুল ইসলামি। উক্ত অনুষ্ঠান আয়োজনে সার্বিক তত্ববধানে দায়িত্ব পালন করেন অত্র মাদ্রাসার মুহতামিম মাওঃ মোঃ শরিফুল ইসলাম মাহমুদী। এসময় ভালো ফলাফল করা কৃত্বি শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্ধ।