কুষ্টিয়া ল কলেজের সভাপতি জাবেদুল ইসলাম জাভেদকে মিরপুরবাসীর পক্ষ থেকে গণ সংবর্ধনা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া ল কলেজের সভাপতি জাবেদুল ইসলাম জাভেদকে মিরপুরবাসীর পক্ষ থেকে গণ সংবর্ধনা 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২৪, ২০২৪

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া “ল” কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর বিশিষ্ট আইনজীবী এম জাবেদুল ইসলাম জাভেদকে মিরপুরবাসীর পক্ষ থেকে গণ সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) সকালে মিরপুর নাজমুল উলুম সিদ্দিকিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা হলরুমে মিরপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গের পক্ষ থেকে তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। প্রধান অতিথীর বক্তব্যে জাবেদুল ইসলাম বলেন- কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গার মধ্যে একটি ঐতিহ্যবাহী কলেজ হচ্ছে কুষ্টিয়া “ল” কলেজ। ১৯৭৩ সালে এই “ল” কলেজ প্রতিষ্ঠিত। এই ল কলেজ থেকে অনেক দেশ বরেণ্য বিচারপতি, আইনজীবী ও গুণী জ্ঞানী মানুষ আইন পেশার সাথে জড়িত আছেন।

সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর বড় ভাই এফিলিয়েট ডিভিশনের বিচারপতি আবু বকর সিদ্দিকী এই ল কলেজের ছাত্র ছিলেন। কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গায় আদালতে যারা আইন পেশায় আছেন,তাদের বেশিরভাগই কুষ্টিয়া ল কলেজের শিক্ষার্থী ছিলেন। সুপ্রিম কোর্টে বৃহত্তর কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির আমি শিক্ষা বিষয়ক সম্পাদক, সেখানেও সত্তরভাগ আইনজীবী কুষ্টিয়া ল কলেজের শিক্ষার্থী। কুষ্টিয়া ল কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আজকে আমার জন্মস্থানের বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাকে সম্মানিত করায় আমি আরো ধন্য হলাম।এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্দুল কাইয়ুম মল্লিক,

মিরপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক শাহিনুল ইসলাম,সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক আফজাল শেখ,মিরপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আজাদুর রহমান আজাদ, মিরপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক সানমুন বাবু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক এমদাদ হোসেন, মিরপুর পৌর যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়া, পৌর মৎস্যজীবী দলের সভাপতি ইমরান হোসেন হেজবুল্লাহ, বিএনপি নেতা হুমায়ুন কবির, উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম সাধারন সম্পাদক রুহুল আমিন, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক পল্টু মন্ডল, সদস্য সচিব মিজানুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন আরজেত মন্ডল,ফজলু মন্ডল,জালাল মন্ডল, যুবদল নেতা আজম আলী, ইয়ানুর রহমান ইয়ান, নাহিদ করিম মুন প্রমূখ।