নিজ সংবাদ ॥ র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে দৌলতপুরের নির্বাচনী সহিংসতায় বাড়িতে অগ্নিসংযোগ ও হাত বোমা বিস্ফোরণে চাঞ্চল্যকর তুফান হত্যাকান্ডের অন্যতম প্রধান আসামি মোঃ এনামুল হক একা (৪০) গ্রেফতার। গ্রেফতারকৃত আসামী দৌলতপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত তাহের ফকির’র ছেলে। গত ০৮-০৫-২০২৪ তারিখ আনুমানিক ০৮:৪৫ ঘটিকার সময় কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন জগন্নাথপুর গ্রামে নির্বাচনে জয়ী হয়ে ট্রাক প্রতীকের সমর্থক আনোয়ার হোসেন ও তার লোকজন পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ নৌকা প্রতীকের সমর্থক রহিম ফকিরের ভাই তুফান ফকির ও তার লোকজনদের ওপর হামলা চালায়। এসময় তারা বাড়ি-ঘরে আগুন ধরিয়ে দেয় ও বোমার বিস্ফোরণ ঘটায়। হামলায় নৌকার ৮-১০ জন সমর্থক আহত হয়। বোমার বিস্ফোরণ ও আগুনে দগ্ধ হয়ে তুফান ফকির (৪৫) গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। যা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে নিহতের ভাই মোঃ আব্দুর রহিম বাদী হয়ে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-০২।পরবর্তীতে ধৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
