কুষ্টিয়া র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১৪, ২০২৪

নিজ সংবাদ ॥ রাজশাহী জেলার মোঃ মমিনুল মুক্তা (২১) নামের একটি ছেলে বিয়ে করার প্রলোভন দেখিয়ে  তার মা ও পরিবারের সঙ্গে দেখা করানো কথা বলে ডেকে এনে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন। গত ২৭ এপ্রিল ২০২৪ তারিখে সকাল অনুমান ১১ টার সময়  ধর্ষক মোঃ মমিনুল মুক্তা রাজশাহী জেলার বাঘা থানার বাঘসায়েস্তা এলাকার মোঃ মানিকের ছেলে নিজ বাড়িতে এই ঘটনা ঘটায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে মা  বাদী হয়ে রাজশাহী জেলার বাঘা থানায় চঞ্চল্যকর ধর্ষন মামলা দায়ের করেন, যার মামলা নং-৪৫, তারিখঃ ২৮/০৪/২০২৪ ধারা-৯ (১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩। উক্ত ঘটনাটি মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। যার ফলশ্রুতিতে, পলাতক আসামিকে গ্রেফতারে র‌্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় সিপিসি-১ কুষ্টিয়া, র‌্যাব-১২ এবং র‌্যাব-২, সিপিসি-৩, কোম্পানী যৌথ অভিযান পরিচালনা করে গত ১১ মে ২০২৪ তারিখে রাত ১০ টার সময় কুষ্টিয়া জেলার সদর থানাধীন কাটাইখানা মোড় এলাকা থেকে উক্ত চঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান এজাহারনামীয় আসামি মোঃ মমিনুল মুক্তা (২১)কে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাবে। এ বিষয়ে পরবর্তীতে আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী জেলার বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।