কুষ্টিয়া মীর আবু আব্দুল্লাহ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বচান সম্পন্ন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া মীর আবু আব্দুল্লাহ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বচান সম্পন্ন 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ২২, ২০২৪

নিজ সংবাদ ॥  কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বটতৈল গ্রামের  মীর আবু আব্দুল্লাহ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও মহিলা ( সংরক্ষিত) অভিভাবক পদের নির্বাচন সম্পন্ন। গতকাল বৃহঃবার (২১ মার্চ)’র নির্বাচনে দুইটি পেনেলে ১০ জন  প্রার্থী অংশ গ্রহণ করেন। প্যানেল দুইটি হলো-মীর আনুজ্জামান ও বীর মুক্তিযোদ্ধা শেখ আবু হানিফ পেনেল এবং মিজানুর রহমান মিজান ও আবুল খায়ের প্যানেল। উক্ত নির্বাচনের বেসরকারি ফলাফলে  মীর আনুজ্জামান ও বীর মুক্তিযোদ্ধা শেখ আবু হানিফ প্যানলকে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বচানে প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করেন উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ডাঃ জিননু রাইন। নির্বচান শেষে প্রিজাইডিং অফিসার ডাঃ জিননু রাইন বেসরকারি ভাবে নির্বচনি ফলাফল ঘোষণা করেন এবং বলেন নির্বচারন অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে। উল্লেখ্য, এই নির্বচনে ১০ জন প্রাথী অংশগ্রহণ করেন। মোট ভোটার সংখ্যা ২৪৪টি, ভোট পোল হয়েছে ১৮৬টি। ঘোষিত ফলাফল অনুযায়ী সর্বচ্চো ১০৬ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেন আনিচুর রহমান, ১০২ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন আলী রুবেল, ৯৬ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেন শেখ শরিফুল ইসলাম, ৯৫ ভোট পেয়ে ৪র্থ স্থান অধিকার করেন জিয়ারত প্রামানিক এবং সংরক্ষিত মহিলা অভিভাবক পদে সর্বচ্চো ৯৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন বাছিরন খাতুন।