কুষ্টিয়া মিরপুরে বিশ্ব মা দিবস পালিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া মিরপুরে বিশ্ব মা দিবস পালিত 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১৩, ২০২৪

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে গতকাল রোববার (১২মে)  বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে মা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা। এতে বিশেষ অতিথি ছিলেন মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণক জিন্নাত জাহান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মঞ্জিলা আরেফিন, উপজেলা তথ্য আপা হাসি খাতুন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। সভায় বক্তারা বলেন পৃথিবীর মধুরতম ডাক মা। ছোট্ট এ শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা আর অকৃত্রিম ভালোবাসা। শৈশব থেকে আনন্দ-বেদনা-ভয় কিংবা উদ্দীপনা প্রতিটি মানবিক অনুভূতিতে জড়িয়ে থাকে মায়ের নাম। মা সন্তানের শ্রেষ্ঠ শিক্ষক। সন্তানের সাফল্যের পিছনে মায়ের অবদান সবচেয়ে বেশি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সবশেষ আশ্রয়স্থল মা নামের ওই মমতাময়ী নারীর আঁচল।