কুষ্টিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৬ জন আসামী গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৬ জন আসামী গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৪, ২০২৫

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে স্বর্ন চুরি, প্রতারণা, মাদক মামলা, ও ওয়ারেন্টভুক্ত সহ মোট ৬ জন আসামী গ্রেফতার হয়েছে। গত বৃহস্পতিবার (২ জানুয়ারী) কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেহাবুর রহমান শেহাবের নেতৃত্বে ও ওসি অপারেশন এসএম আব্দুল আলিমের সার্বিক সহযোগিতায় মডেল থানা পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সারাদিন ও সারারাত ঢাকা, নরসংদী ও কুষ্টিয়ায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীরা হলেন, কুষ্টিয়া আড়ুয়াপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে মেহেদী হাসান রোমান ওরফে রায়হান রোমান (২৩), চর মিলপাড়া এলাকার জনাব আলীর ছেলে আতিয়ার রহমান ওরফে আতর আলী (৪৫), নরসিংদী জেলার বেলাবো থানাধীন কুলপাড়া এলাকার আলমাছের ছেলে মোঃ রবিউল আওয়াল (২৭) একই এলাকার মৃত মানিক মিয়ার ছেলে আমানুল্লাহ (২২), মাগুরা জেলার শ্রীপুর থানাধীন চাকদাহ এলাকার মৃত আসমত মন্ডলের ছেলে শরিফুল ইসলাম (৪৪), ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন নওয়াপাড়া এলাকার রাজু সেখের ছেলে রাতুল সেখ (২২)।

পুলিশ সুত্রে জানা যায়, গত ২১ ডিসেম্বর সন্ধ্যার দিকে কুষ্টিয়া রেনউইক মোড় এলাকার একটি ভাড়াবাসা থেকে সোনার গহনা চুরি হয়। ভুক্তভোগী পরিবারের লোক গত ০১ জানুয়ারী কুষ্টিয়া মডেল থানায় একটি চুরির মামলা দায়ের করেন। সেই মামলার তদন্তের জের ধরে আয়ো এসআই স্বপন কুমার মন্ডল ও এসআই অনুপ কুমার মন্ডল সহ সংগীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গত ২ জানুয়ারী অভিযান চালিয়ে চোর রোমানকে ঢাকা মুগদা থানাধীন মানিকনগর হিরু মিয়া সড়কের একটি ভাড়াবাসা থেকে গ্রেফতার করেন এবং চোরাইকৃত এক জোড়া স্বর্নের বালা, একজোড়া কানের দুল সহ, মোট ৮ আনা সোনা উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়াও, জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকের পরিচয় দিয়ে বিদেশে পাঠানোর কথা বলে নরসিংদীর দুই যুবক গত ২৫ সেপ্টেম্বর কুষ্টিয়ার একজন ডাক্তারের কাছ থেকে প্রায় ১৮ লক্ষ টাকা আত্মসাৎ করে প্রতারনা করে। এ নিয়ে গত ৩০ নভেম্বর কুষ্টিয়া মডেল থানায় একটি প্রতারনা মামলা দায়ের করেন ভুক্তভোগী ডাক্তার। মামলাটির তদন্ত আয়ো হিসেবে দায়িত্ব পান এসআই অনুপ কুমার মন্ডল।

বিভিন্ন ধরনের টেকনোলজি ব্যবহার করে কুষ্টিয়া মডেল থানার ওসি অপারেশন এসএম আব্দুল আলিমের সার্বিক সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই স্বপন কুমার মন্ডল ও এসআই অনুপ কুমার মন্ডল গত ০২ জানুয়ারী ২০২৫ ইং তারিখ গভীর রাতে নরসংদীর বেলাবো থানাধীন কুলপাড়া এলাকা থেকে প্রতারক মোঃ রবিউল আওয়াল (২৭) আমানুল্লাহ (২২) কে গ্রেফতার করতে সক্ষম হয়। অন্যদিকে, একই দিন ০২ জানুয়ারী ২০২৫ ইং তারিখে কুষ্টিয়া শহরের এনএস রোড একতারা মোড় এলাকার এসএ পরিবহনের সামনে দুইজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মডেল থানা পুলিশের এসআই ফজলুর রহমান, এএসআই মোস্তাক সহ সংগীয় ফোর্স অভিযান পরিচালনা করে শরিফুল ইসলাম (৪৪) ও রাতুল সেখ (২২) কে আটক করে। তারপর তাদের দেহ তল্লাশী করে ৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

অপরদিকে একই দিনে চর মিলপাড়া এলাকা থেকে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আতিয়ার রহনাম ওরফে আতর আলীকে গ্রেফতার করেন মডেন থানা পুলিশের এএসআই সেখ শাহীন ও এএসআই গোলাম আক্তার। বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেহাবুর রহমান শেহাব বলেন, খুলনা রেঞ্জের ডিআইজি মহোদয় ও কুষ্টিয়া পুলিশ সুপারের নির্দেশে পুলিশের কার্যক্রম সচল রাখার স্বার্থে কুষ্টিয়া মডেল থানা পুলিশ দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। গত দুইদিন আগে একটি বাড়ি থেকে স্বর্ণ চুরি মামলার আসামি সহ স্বর্ণ উদ্ধার, ডিসি এবং এনডিসি পরিচয়ে দুজন প্রতারক বিদেশে যাওয়ার কথা বলে টাকা আত্মসাতের সাথে জড়িত দুজন আসামী, শহরের এন,এস রোড এস এ পরিবহন সামনে থেকে ৬ কেজি গাঁজা সহ দুজন আসামী ও ওয়ারেন্টভুক্ত একজন আসামিসহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।