কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের বেহাল দশা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের বেহাল দশা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৪, ২০২৩
কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের বেহাল দশা

কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়ক হলো দক্ষিণাঞ্চলের সঙ্গে উত্তরাঞ্চলের একমাত্র যোগাযোগমাধ্যম। এই সড়কে প্রতিদিন বাস, ট্রাক, সিএনজিসহ হাজার হাজার যানবাহন চলাচল করে। কিন্তু দীর্ঘদিন ধরে এই সড়কে চলতে জনগণের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। সড়কের বেহাল দশার কারণে অন্যান্য পরিবহন বা ছোট ছোট যানবাহনগুলো আঞ্চলিক সড়ক ব্যবহারের ফলে সেসব সড়কগুলো দ্রুত সময়ের মধ্যে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের বেহাল দশা

কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের বেহাল দশা

কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের বেহাল দশা

শীঘ্রই এ জনগুরুত্বপূর্ণ সড়কটি নির্মাণের দাবী জানিয়েছেন স্থানীয়রা। কুষ্টিয়া থেকে ভেড়ামারা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার রাস্তা যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে আধা ঘণ্টার রাস্তা পেরিয়ে যেতে সময় লাগছে দুই-আড়াই ঘণ্টা, যা জনগণকে প্রতিনিয়ত ভোগান্তির মুখে ফেলছে।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

এছাড়া এ সড়কে দুর্ঘটনার ঝুঁকি দিন দিন বেড়েই চলেছে। সড়কটি যেন মরণফাঁদে পরিণত হয়েছে।
জানা গেছে, গত ৩১ মার্চ এই সড়কে একজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

দীর্ঘদিন ধরে এই সড়কটি মেরামত না করার ফলে আহত ও নিহতের সংখ্যা বেড়েই চলেছে। কিন্তু এ দুর্ঘটনা এড়াতে সড়ক বিভাগ কর্তৃক এখনও কোনো জোরালো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ফলে জনগণকে প্রতিনিয়ত সীমাহীন দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

সুতরাং ভোগান্তি এড়াতে এবং সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল থামাতে যত দ্রুত সম্ভব যথাযথ পদক্ষেপ নিয়ে কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কটি মেরামত করা হোক।

আরও পড়ুন