কুষ্টিয়া বিল্ডাসের বিরুদ্ধে সরকারি জমি দখল করে বিল্ডিং তৈরির অভিযোগ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া বিল্ডাসের বিরুদ্ধে সরকারি জমি দখল করে বিল্ডিং তৈরির অভিযোগ 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ৫, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় সরকারি জমি দখল করে বহুতল ভবন করার অভিযোগ উঠেছে কুষ্টিয়া বিল্ডাসের বিরুদ্ধে। কুষ্টিয়া বার্মিজ গলির ভিসা সেন্টারের সামনে আব্দুল সাত্তারের ২৩ নং মজমপুর মৌজার, ১৮৭/৮৯৫, খতিয়ানের ১৬৬৪ নাম্বার দাগে মোট জমি ০.১২৭৫ শতাংশ এর মধ্যে সরকারি জমির পরিমাণ ০.০১৪২ শতাংশ ও ০.১১৩৩ শতাংশ মালিকানা জমি। জায়গার মালিক কুষ্টিয়া বিল্ডার্স নামে একটি প্রতিষ্ঠানকে বিল্ডিং করার জন্য দেন। অথচ কুষ্টিয়া বিল্ডার্স মালিকানা জায়গা সহ সরকারি জায়গার উপরে বহুতল ভবন হাঁকান। সরেজমিনে গিয়ে দেখা যায় কুষ্টিয়া বিল্ডার্স নয় তালা একটি বিল্ডিং করেছে।

যার নিচতলায় তিনটে দোকান রয়েছে। নিচে রয়েছে পার্কিং ব্যবস্থা। আর গেটের সামনে রেডি ফ্লাট বিক্রয়ের একটি ব্যানার ঝুলিয়ে রেখেছে। কিন্তু ভূমি অফিসের ম্যাপে সামনে যে অংশে সরকারি জমি ০.০১৪২ শতাংশ পড়ে থাকার কথা সেই জায়গাটি উপরে বিল্ডিংটি দাঁড়িয়ে রয়েছে। এ বিষয়ে একটি অনুসন্ধান টিম ০.০১৪২ শতক সরকারি জায়গার বিষয়ে তদন্তে বেরোলে ভূমি অফিস থেকে এর সত্যটা পাওয়া যায়। সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম বলেন, আমি তো নতুন এসেছি তাই এ বিষয়ে তেমন কিছু জানি না। তখন তিনি সার্ভেয়ারকে ডাক দিলে সার্ভেয়ার বলেন এ বিষয়টা নিয়ে এর আগেও কয়েকবার বসা হয়েছে।

এটা নিয়ে ইউএনও স্যারের কাছেও একটি কমপ্লেইন গিয়েছিল। তারপরে ইউএনও স্যারের সাথে তাদের একটি বৈঠক হয়েছে। বৈঠকে পরবর্তীতে কি হয়েছে আমরা সঠিকভাবে জানিনা। সরকারি জায়গা উদ্ধারে এখন কি ধরনের পদক্ষেপ নেবেন এমন প্রশ্নের জবাবে সহকারী ভূমি কমিশনার রিফাতুল ইসলাম জানান আমার ঊর্ধ্বতন কর্মকর্তা দের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করব। এ বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলার ইউএনও পার্থ প্রতীব শীলের সাথে কথা বললে তিনি জানান, এই সরকারি জায়গাটা নিয়ে বিল্ডারদের সাথে কথা হয়েছে।

আমি জায়গার মালিক কে নিয়ে আসতে বলেছি এবং ভূমি অফিসকে একটি রিপোর্ট তৈরি করতে বলেছি। কিন্তু পরবর্তীতে কেউ আর আমার সাথে দেখা করেনি। ওই বহুতল ভবনের সরকারের জায়গার উপরে দোকান ও উপরে ফ্ল্যাট বিক্রয় হয়ে যাচ্ছে। যাহারা এই ফ্ল্যাট ক্রয় করছে পরবর্তীতে সরকারি নির্দেশনায় এরা ক্ষতিগ্রস্ত হলে এর দায়ভার কে নেবে এমন প্রশ্নের জবাবে ইউএনও বলেন, আমাকে আর একটু হোয়াটসঅ্যাপে ওই বিল্ডিং এর বিক্রয়ের ছবি ও সরকারের জমির ম্যাপ এর কাগজটি দেন আমি ভূমি অফিসের সাথে যোগাযোগ করে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করব। এ বিষয়ে কুষ্টিয়া বিল্ডাসের রানার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।