নিজ সংবাদ ॥ গতকাল, বুধবার ১৩ মার্চ সকাল ১১টার দিকে কুষ্টিয়া মজমপুরে মোড়ে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম বক্কর আনুমানিক (৫৭) কুষ্টিয়া জয়নাবাদ এলাকার বাসিন্দা। বক্কর কুষ্টিয়া পিডিবি নতুন পোলের বিদ্যুৎ সংযোগের কাজ করেন। ঘটনাস্থলে উপস্থিত সাধারণ জনগন সূত্রে জানা যায়, এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে লাইন মেরামতের কাজ করছিলেন বক্কর সহ দুই লাইনম্যান। বিদ্যুৎপোল এর উপরে উঠে বক্কর কাজ করছিলেন বিদ্যুৎ পোলের নিচে ছিলেন তার দুই সহকর্মীরা, বক্করের কোমরে ছিল না সেফটি বেল্ট, নিম্নমানের দড়ি কোমরে বেঁধে মইয়ের উপরে উঠে বৈদ্যুতিক পোলে কাজ করে এসব শ্রমিকরা। যেখানে সেফটি বেল্ট ও বৈদ্যুতিক লাইন বন্ধের শতভাগ নিশ্চয়তা প্রদান করা এবং পিডিবি থেকে বিদ্যুৎ লাইন বন্ধের কোন ছাড়পত্র সারাই শ্রমিকদের ঠিকাদারী প্রতিষ্ঠান আনিছ এন্ড কোঃ এর ম্যানেজার বৈদ্যুতিক পোলে কাজের জন্য বলেন পরে মূল সাব স্টেশন থেকে হঠাৎ বিদ্যুৎ চালু হয়ে গেলে বক্কর বিদ্যুৎস্পৃষ্ট হলে তার শরীরের অনেক অংশ পুড়ে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলে বিদ্যুৎ পোলের উপর ঝুলতে থাকে, পরে তাঁকে তার সহকর্মীরা দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার বক্করকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। বিক্রয় ও বিতরণ বিভাগ-১ ওজপাটডিকো কুষ্টিয়া, নির্বাহী প্রকৌশলী এস.এম. ফজলে রাব্বি বলেন এই ঘটনার তদন্ত করা হবে। তদন্তে কোন ব্যক্তি বা ঠিকাদারী প্রতিষ্ঠানের কোন অনিয়ম ও অবহেলা পেলে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ গ্রহণ করব। এবিষয়ে জানতে ঠিকাদারী প্রতিষ্ঠান আনিছ এন্ড কোঃ-এর পরিচালক টাইগার আলম এ ফোন করা হলে তিনি ফোন রিসিভ করে নাই।
