নিজ সংবাদ ॥ কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃক দুই জন আসামীসহ ১ কেজি ৩৭৩ গ্রাম স্বণর্ আটক করেছে। গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ৩ টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি এর দিক নির্দেশনায় চিলমারী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৭/২-১-এস এর নিকট হতে তিন কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে সুকারঘাট নামক স্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার মিরপুরের ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতরা হলো, কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মরারপাড়া গ্রামের মোঃ আব্দুর রাজ্জাক’র ছেলে মোঃ নজরুল ইসলাম (২০) এবং কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মরারপাড়া গ্রামের মোঃ কাজল বিশ্বাস’র ছেলে মোঃ সেলিম রেজা (২২)।
তাদের নিকট হতে তাৎক্ষণিকভাবে প্রাপ্ত ওজন অনুযায়ী আনুমানিক ১. ৩৭৩ কেজি ওজনের ৭টি দ্বিখন্ডিত স্বর্ণের বার ও ২টি হিরো হোন্ডা মোটর সাইকেল, ২টি স্মার্ট মোবাইল এবং নগদ এক হাজার দুইশত বিশ টাকাসহ দুই জনকে আটক করে। জব্দকৃত স্বর্ণের আনুমানিক সিজার মুল্য ১ কোটি ৪২ লাখ ১৯ হাজার ৫২৭ টাকা। নীতিমালা অনুযায়ী পরবর্তীতে কুষ্টিয়া দৌলতপুর থানায় মামলা দায়ের এবং বর্ণিত স্বর্ণ কুষ্টিয়া জেলা ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
