নিজ সংবাদ ॥ কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী কমিটির মাসিক সভা গতকাল শনিবার(৬ জুলাই) অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগরের সভাপতিত্বে এ সভা বেলা ১১ টায় ক্লাবের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপনের পরিচালনায় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।
সভার শুরুতে সন্ত্রাসীদের হামলার শিকার ক্লাবের সাধারন সদস্য, দৈনিক সত্যখবর পত্রিকার সম্পাদক হাসিবুর রহমান রিজু’র দ্রুত সুস্থ্যতা কামনা করে অনতিবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
প্রেসক্লাবের সার্বিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান কুমার, সহ-সভাপতি নুরুন্নবী বাবু, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, যুগ্ম সাধারন সম্পাদক দেবাশীষ দত্ত, কোষাধ্যক্ষ এম লিটন-উজ-জামান, দপ্তর সম্পাদক ডাঃ মোকাদ্দেস হোসেন সেলিম, প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক তৌহিদী হাসান শিপলু, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক নিজাম উদ্দীন, নির্বাহী সদস্য যথাক্রমে দেলোয়ার হোসেন মানিক, আ ফ ম নুরুল কাদের, এম এ জিহাদ, এ এইচ এম আরিফ, এস এম রাশেদ, খালিদ হাসান সিপাই প্রমুখ।
সভা শেষে প্রেসক্লাবের নেতৃবৃন্দ সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক হাসিবুর রহমান রিজুর শারীরিক খোঁজ-খবর নিতে তাঁর হরিপুরস্থ বাসভবনে যায়। সাংবাদিক নেতৃবৃন্দ দীর্ঘসময় সেখানে সেখানে অবস্থান করেন এবং রিজুর চিকিৎসা সংক্রান্ত নানা বিষয়ে তার সাথে আলোচনা করেন।
